Address
উক্ত প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ ব্যবস্থা
জেলা, উপজেলা ও দেশ-বিদেশ থেকে পলাইডাঙ্গা কাজী শাহ্ মিয়া দরগাহ্ বাড়ি সাথে বিভিন্ন যোগাযোগ ব্যবস্থাঃ
সড়ক পথ : ইজিবাইক,মটর সাইকেল, ভ্যান, রিক্সাসহ বিভিন্ন সড়কযানে জেলা/উপজেলা সহ যে কোন জায়গা থেকে অত্র ইউনিয়নের পলাইডাঙ্গা কাজী শাহ্ মিয়া দরগাহ্ বাড়ির সহিত যোগাযোগ/যাতায়াত করা সব চেয়ে সহজ উপায়। উল্লেখ্য জেলা শহর থেকে পলাইডাঙ্গা কাজী শাহ্ মিয়া দরগাহ্ বাড়ি দুরত্ব ৭.০০ কি : মি : অত্র পলাইডাঙ্গা কাজী শাহ্ মিয়া দরগাহ্ বাড়িটি ১০ নং ভদ্রিবলা ইউিনয়ন নড়াইল সদর, নড়াইল এর পােশ।
নৌ-পথ : অত্র ভদ্রবিলা ইউনিয়নের পশ্চিম দিয়ে চিত্রা নদী প্রবাহমান হওয়ায়- ট্রলার, নৌকাসহ যে কোন নৌযান যোগে এ ইউনিয়নের সহিত যোগাযোগ করা যায়।
পত্র/চিঠি : পত্র/চিঠি আদান প্রদানের মাধ্যমে এই ইউনিয়নের সহিত যোগাযোগ করা সম্ভব।
ঠিকানা :গ্রামঃ ভদ্রবিলা, ডাক-হাটবাড়িয়া, উপজেলা ও জেলা : নড়াইল।
মোবাইল : মোবাইল ফোন এর মাধ্যমে দেশ-বিদেশের যে কোন প্রান্ত থেকে অত্র ইউনিয়নের সহিত সরাসরি যোগাযোগ করা যায়। মোবাঃ ০১৭১৭০৭৭৭৭৩ ( কাজী ), ০১৭১৫৩০৮৬৭৯
(চেয়ারম্যান), ০১৯২৬৪৬৬২৪১ ( উদ্যোক্তা )
ই-মেইল : ই-মেইল এর মাধ্যমে দেশ-বিদেশের যে কোন প্রান্ত থেকে অত্র ইউনিয়নের সহিত সরাসরি যোগাযোগ করা যায়। ই-মেইল : jinnabiswas@gmail.com
History
১০ নং ভদ্রবিলা ইউনিয়ন নড়ড়াইল সদর নড়াইলে পলাইডাঙ্গা কাজী শাহ্ মিয়া দরগাহ্ বাড়ি নামে একটি মাজার আছে । এ মাজার ও আল্লাহর উপর ভরসা রেখে বিভিন্ন সমস্যার জন্য বিভিন্ন মান্যত করে থাকে এবং আল্লহর অষেশ রহমতে সমাধান হয়ে থাকে বলে অনেকে মান্যত পরিশোধ করতে আসে । দূর দূরান্ত থেকে আসা মান্যত পরিশোধীত লোকদের কাছে প্রশ্ন করলে তাদের সমস্যা সমাধান হয়েছে বলে জানান।