বরাব.
চেয়ারম্যান,
১০ নং ভদ্রবিলা ইউনিয়ন পরিষদ
নড়াইল সদর, নড়াইল ।
বিসয়ঃ- মারা ম,আরি সংক্রান্ত অভিযোগ।
বাদী বিবাদী
কাঞ্চন বালা পাল ১। রবিন পাল
জাঃ ঠাকুর দাস পাল পিং, শিবু পাল
সাং, চন্ডিতলা ২। লক্ষী পাল
নড়াইল সদর, নড়াইল । সর্ব সাং, চন্ডিতলা
নড়াইল সদর, নড়াইল ।
বিনীত নিবেদন এই যে, আমি কাঞ্চন বালা পাল, জাঃ ঠাকুর দাস পাল সাং, চন্ডিতলা, নড়াইল সদর, নড়াইল । আপনার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উপস্থিত হইয়া,আমরা বিবাদী, ১। রবিন পাল, পিং, শিবু পাল, ২। লক্ষী পাল, সর্ব সাং, চন্ডিতলা নড়াইল সদর, নড়াইল। এর বিরুদ্ধে মারা ,মারা মারী বিষয় অভিযোগ করিতেছি অদ্য ইং ২২-০৬-২০১৮ তারিখে সকাল বেলায় হাস মুরগী পালন করা নিয়ে কথা কাটা কাটি হয় । তাহার জেরন ধরে বিকাল ৪.০০ ঘটিকায় বিবাদী মাঠ বাড়ি আসলে ২ নং আসামী ১নং আসামী কে বানায় ছানায় মিথা বানয়াট কথা বার্তা বলায় ১নং আসামী ও ২ নং আসামী মি আমার বউ মা কনিকা রানী পাল কে বিভিন্ন ভাষায় গালী গলাস করে এবং ১নং আসামী বলে শালার খাংকী মাগীরে ধইরে আইনে পাড়া বল্লে ২ নং আসামী আমার বউ মা কে বারান্দা হতে চুলের মুঠো ধরে টেনে ওঠানে নিয়ে যায় ।এবং ১ নং আসামী কিল ঘুষি মারে এবং ২ নং আসামী কাঠের চেরী কাঠ এনে শরিরের বিভিন্ন যায়গায় আঘাত করে।
এমত অবস্থায় হুজুরের কাছে আমার আকুল আবেদন আমার অভিযোগকারী আসামীকে আমলে এনে শস্তির ব্যবস্থা করার মুর্জি হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস