Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
নড়াইল জেলা প্রশাসকের পরিদর্শন শেষে তোলা ছবি
বিস্তারিত

১০ নং ভদ্রবিলা ইউনিয়ন করেন জনাব মোঃ এমদাদুল হক চৌধরী স্যার। স্যার পরিদর্শন শেষে অত্র ইউনিয়নের চেয়ারম্যান ও সকল ওয়ার্ড সদস্যদের নিয়ে তোলা ছবি।

যোগাযোগ ব্যবস্থা

 

জেলা, উপজেলা ও দেশ-বিদেশ থেকে ভদ্রবিলা ইউনিয়নের সাথে বিভিন্ন যোগাযোগ ব্যবস্থাঃ

 সড়ক পথ :

ইজিবাইক,মটর সাইকেল, ভ্যান, রিক্সাসহ বিভিন্ন সড়কযানে  জেলা/উপজেলা সহ যে কোন জায়গা থেকে অত্র ইউনিয়নের সহিত যোগাযোগ/যাতায়াত করা সব চেয়ে সহজ উপায়। উল্লেখ্য জেলা শহর থেকে ভদ্রবিলা ইউনিয়নের দুরত্ব ৭.০০ কি : মি :।

 নৌ-পথ :

অত্র ভদ্রবিলা ইউনিয়নের পশ্চিম দিয়ে চিত্রা নদী প্রবাহমান হওয়ায়- ট্রলার, নৌকাসহ যে কোন নৌযান যোগে এ ইউনিয়নের সহিত যোগাযোগ করা যায়।

 পত্র/চিঠি :

পত্র/চিঠি আদান প্রদানের মাধ্যমে এই ইউনিয়নের সহিত যোগাযোগ করা সম্ভব।

ঠিকানা :গ্রামঃ ভদ্রবিলা, ডাক-হাটবাড়িয়া, উপজেলা ও জেলা : নড়াইল।

 মোবাইল :

মোবাইল ফোন এর মাধ্যমে দেশ-বিদেশের যে কোন প্রান্ত থেকে অত্র ইউনিয়নের সহিত সরাসরি যোগাযোগ করা যায়। মোবাঃ ০১৭১১৫৭৯৪৪৪ ( ইউপিঃসচিব ), ০১৭১৫৩০৮৬৭৯

(চেয়ারম্যান), ০১৯২৬৪৬৬২৪১ ( উদ্যোক্তা )

 ই-মেইল : 

  ই-মেইল এর মাধ্যমে দেশ-বিদেশের যে কোন প্রান্ত থেকে অত্র ইউনিয়নের সহিত সরাসরি যোগাযোগ করা যায়। ই-মেইল : jinnabiswas@gmail.com