পরিষদ সভার কার্যবিবরনীর অনুলিপি সভায় উপস্হিত সদস্যগনের নাম ও স্বাক্ষরঃ ক্রমিক নং সভায় উপস্হিত সদস্যগনের নাম পদবী স্বাক্ষর ০১ শেখ মোশারেফ হোসেন প্যানেল চেয়ারম্যান -১/সভাপতি স্বাক্ষরিত ০২ মোঃ রিজাউল শেখ হোসেন ইউপি সদস্য/সদস্য স্বাক্ষরিত ০৩ মোঃ কামরুল ইসলাম ইউপি সদস্য/সদস্য স্বাক্ষরিত ০৪ মোঃ আকবার হোসেন উপ সহ কৃষি কর্মকর্তা স্বাক্ষরিত ০৫ মোঃ ইমরুল ইসউপ সহ ভূমি কর্মকর্তা স্বাক্ষরিত ০৬ মোঃ রবিউল ইসলাম গন্যমান্য মিরাপাড়া স্বাক্ষরিত ০৭ মোঃ রেজাউল খান গন্যমান্য মিরাপাড়া স্বাক্ষরিত ০৮ মোঃ তরিকুল ইসলাম ঈমাম স্বাক্ষরিত ০৯ লায়লা ইসলাম শিক্ষিকা স্বাক্ষরিত ১০ বাবুল কুমার মজুমদার ইউপি সদস্য স্বাক্ষরিত অদ্য ইং ২৩-০৬-২০১৭ ইং রোজ বৃহস্পতি বার সকাল/বেলা ১০.০০ ঘটিকার সময় অত্র ইউনিয়ন পরিষদ কার্যলয়ের সভাকক্ষে চেয়ারম্যান জনাব মোঃ লিয়াকত সিকদারের সভাপতিত্বে অত্রপরিষদের এপ্রিল/ ১৭ সভা অনুষ্টিত হয় সভায় গত সভার বিষয়বস্তু পঠিত ও সর্বসম্মতি ক্রমে গৃহিত হয় আলোচ্য বিষয় ও সিদ্ধান্তঃ টি আর বরাদ্ধ সংক্রান্ত আলোচনাঃ সভায় সভাপতি সাহেব জানন যে ২০১৫-২০১৭ টি আট সাধারণ বরাদ্ধের আওতায় ২য় কিস্তি বাবদ সর্বমোট ১,৮০,০০০/= টাকা বরাদ্ধ পাওয়া গিয়াছে আলোচনার ভিত্তিতে প্রকল্প নির্বাচন বরাদ্ধ ও বাস্তবায়ন কমিটি গঠন করবার জন্য সভাপতি সাহেব সভায় উপস্হিত সকল সদস্য গনকে অনুরোধ জানান সকল সদস্য দীর্ঘ আলোচনার পর নিন্মে প্রদত্ত প্রকল্পে উক্ত অর্থ হতে নিন্মের প্রকল্পে ৯০০০০/= টাকা বরাদ্ধ ও নিন্মের বাস্ত বায়ন কমিটি সর্ব সম্মতিক্রমে অনুমোদন প্রদান করেন প্রকল্পের নাম: ভদ্রবিলা ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ ০৫ অগভীর নলকূপ স্থাপন । বরাদ্ধঃ ৯০,০০০/- প্রকল্প বাস্তবায়ন কমিটিঃ ক্রমিক নাম পরিচয় পদবী ০১ বাবুল কুমার মজুমদা ইউপি সচিব সভাপতি ০২ মোঃ রবিউল ইসলাম ইউপি সদস্য /সভাপতি দিঘলিয়া কমি:ক্লিনিক সেক্রেটারী ০৩ মোঃ তরিকুল ইসলাম ঈমাম /সুপার মিরাপাড়া এতিমখানা সদস্য ০৪ আজমল হোসেন ইউপি সদস্য সদস্য ০৫ কাজী মিজানুর রহমান শিক্ষক সদস্য অদ্যকার সভায় আর কোন আলোচনা না থাকায় সভাপতি সাহেব সভায় উপস্থিত সকল সদস্য গনকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন। সভাপতি
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস