Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
১০ নং ভদ্রবিলা ইউনিয়নে ৭ই মার্চ উদযাপন
বিস্তারিত

৭ই মার্চ উদযাপন করলো ১০ নং ভদ্রবিলা ইউনিয়ন পরিষদ 

৭ই মার্চ বাঙ্গালীর জিবনে একটি গুরুত্বপূর্ণ দিবস। ১০ নং ভদ্রবিলা ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান মোঃ মোশারেফ হোসেন শেখ।  তিনার উদ্যগে আয়োজন করা হয় ৭ই মার্চ। তিনি বলেন-

বাঙালির ইতিহাসে অনেকগুলো দিন আছে, যা আমাদের মনে রাখতে হবে। ১৯৭১ সালের ৭ই মার্চ ঐতিহাসিক রেসকোর্স ময়দানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জীবনের শ্রেষ্ঠ ভাষণটি দিয়েছিলেন। ১০ লক্ষাধিক লোকের সামনে পাকিস্তানি দস্যুদের কামান-বন্দুক-মেশিনগানের হুমকির মুখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐ দিন বজ্রকণ্ঠে ঘোষণা করেন—‘এবারের সংগ্রাম, আমাদের মুক্তির সংগ্রাম। এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম।’

সেই আন্দোলনমুখর পরিস্থিতিতে ঘনিয়ে এলো ৭ই মার্চ। সবার দৃষ্টি ৭ই মার্চের দিকে। ৭ই মার্চ রেসকোর্স ময়দানে কী বলবেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান? ভাবিয়ে তুলল পাকিস্তানের সামরিক চক্রকেও। কারণ তারা বুঝে গেছে, বাংলাদেশের মানুষের ওপর তাদের আর কোনো নিয়ন্ত্রণ নেই। দেশ পরিচালিত হচ্ছে বিরোধী দলের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথায়। এই অবস্থায় ৭ই মার্চ বঙ্গবন্ধু যদি রেসকোর্সের জনসভায় স্বাধীনতা ঘোষণা করে বসেন।

তিনি ৭ই মার্চের সংক্ষিপ্ত আলোচনা করে বক্তব্য শেষ করেন। দেশ ও দেশের মানুষের মঙ্গল কামনা করে অনুষ্ঠান সমাপ্ত হয়।